ওয়ানডেকে বিদায় জানালেন ব্র্যাড হ্যাডিন
ক্রিকেটের ওয়ানডে ফরমেট থেকে বিদায় নিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। ২০১৫ বিশ্বকাপের পরেই হ্যাডিন অবসর নেবেন এমনটা শোনা গেলে রোববার সরকারিভাবে সেই ঘোষণা করেন তিনি। হলুদ জার্সিতে হ্যাডিনকে দেখা না গেলেও টেস্ট খেলবেন তিনি।
৩৭ বছর বয়সী হ্যাডিন ১২৬টি ওয়ানডে ম্যাচে খেলেছেন। গত ২৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিশ্বকাপ ফাইনালেই শেষবার ওয়ানডে খেলেছেন হ্যাডিন।
২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক হয় তার। ২০০৮-এ অ্যাডাম গিলক্রিস্টের অবসরের পরেই উইকেটের পিছনে তাকেই দেখা গেছে শেষ কয়েকটা বছর। ১৮১টি স্ট্যাম্পিংয়ের রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ইয়ান হিলি (২৩৩) ও গিলক্রিস্টের (৪৭২) পরেই রয়েছেন হ্যাডিন।
ব্যাটেও ৩,১২২ (গড় ৩১.৭৩ ও স্ট্রাইক-রেট ৮৪.২৪) রান এসেছে তার। নিউজিল্যান্ড ও সিডনির বিরুদ্ধে দু’টি ওয়ানডে সেঞ্চুরিও করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় ১৮ নম্বরে রয়েছেন হ্যাডিন। অবসরের পর হ্যাডিন বলেন, ‘আমার মতো সৌভাগ্য সকলের হয় না। ঘরের মাটিতে বিশ্বকাপ জিতিয়েই অবসর নিতে পারলাম। অত্যন্ত গর্বিত আমি যে আমাদের দলকে এক নম্বর স্থানে দেখেই অবসর নিতে পারলাম।
এসকেডি/বিএ/আরআই