ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইন্দোনেশিয়া যাচ্ছেন সার্ফার রমজান

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০১ জুলাই ২০১৫

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন সার্ফিং দ্য নেশন্সের আমন্ত্রণ এবং পৃষ্ঠপোষকতায় ইন্দোনেশিয়ার বালি সমুদ্র সৈকতে স্থানীয়দের সঙ্গে সার্ফিয়ের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইন্দোনেশিয়া যাচ্ছেন বাংলাদেশি সার্ফার রমজান মিয়া।

বৃহস্পতিবার দুপুর ১.২৫ টায় মালয়েশিয়ান এয়ার ওয়েজের বিমান যোগে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখানে সার্ফিং দ্য নেশন্সের আমন্ত্রনে বিশ্বের অন্যান্য দেশের সার্ফারদের সঙ্গে যোগ দেবেন রমজান মিয়া। সার্ফিং দ্য নেশন্সের তত্বাবধানে তিনি সার্ফিং অনুশীলনে অংশগ্রহনের পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ২৭ জুলাই দেশের ফেরার কথা রয়েছে রমজান মিয়ার।

গত এপ্রিল মাসে সার্ফিং দ্য নেশন্স (এসটিএন) একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের আয়োজনে প্রশিক্ষণ ও জাতীয় প্রতিযোগিতায় সহযোগিতা করে এসটিএন’র সদস্যরা।

আরটি/এমআর/আরআইপি