ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘রিয়ালকে শুধুমাত্র বায়ার্নই হারাতে পারবে’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে গেছে আগেই। ছিটকে গেছে কোপা দেল রে থেকেও। রনালদ-বেলদের স্বপ্ন টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাকে ঘিরে। তবে ফাইনালে জায়গা করে নিতে কোয়ার্টারের মত শেষ চারের ম্যাচেও কঠিন বাধার সম্মুখীন হতে হবে দলটিকে। এবার তাদের সামনে বড় বাধা বায়ার্ন মিউনিক।

আগামী ২৫ এপ্রিল (বুধবার) প্রথম লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আর শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারানোর ক্ষমতা শুধু বায়ার্নেরই আছে বলে মন্তব্য করেছে দলটির সিইও কার্ল হেঞ্জ রুমিঙ্গে।

রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়ে সাংবাদিকদের বায়ার্ন সিইও বলেন, ‘রিয়ালকে হারাতে হলে দুইটি ম্যাচেই জিততে হবে, আর এটা শুধু বায়ার্নকে দিয়েই সম্ভব। আমার দলে যথেষ্ঠ ভালো খেলোয়াড় রয়েছে আর কোচ ইয়ুপ হেইনকেস দলকে সুন্দরভাবে একত্রিতও করেছেন। আমাদের টিম স্পিরিট অনেক ভালো, দলের মধ্যে কোন ঈর্ষা বা স্বার্থপরতা নেই।’

বুন্দেস লিগার শিরোপা নিজেদের করার পর লিভারকুসেনকে ৬-২ গোলে হারিয়ে কয়েকদিন আগে জার্মান কাপের ফাইনালও নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন থমাস মুলার। এরপরই মুলার বলেন, ‘আমাদের ক্ষুধা এখন অনেক বড়। লিগ ছাড়াও এই ম্যাচ যারা দেখেছেন তাদের হৃদয় ছাড়াও, আমরা কিছুই জিতেছি না। এটি ছিল জার্মান ফুটবলের জন্য একটি বিজ্ঞাপন।’

এমআর/আরআইপি

আরও পড়ুন