ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

গাজীপুরে ৮০ ও ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৮ জুন ২০১৯

বাংলাদেশে আল্ট্রা ম্যারাথনের চর্চা বাড়াতে এবং তরুণ সমাজের মধ্যে ম্যারাথন রান আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ‘ম্যারাথন বাংলাদেশ’ শুক্রবার গাজীপুরে ৮০ ও ৫০কিলোমিটার দূরত্বের দু’টি আল্ট্রা ম্যারাথন ইভেন্ট আয়োজন করেছে।

ম্যারাথন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম বলেন, এটি ছিল বাংলাদেশে প্রথম কোন আল্ট্রা ম্যারাথন আয়োজন। ম্যারাথন দু’টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২৬জন রানার অংশ নেন। ভারত থেকেও ২জন রানার এ ম্যারাথনে অংশগ্রহন করেন। ইভেন্টে দেশের ২জন নারী রানারও অংশ নেন।

৮০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে মোট ৬জন রানার অংশ নেন। বৃহস্পতিবার রাত ১০টায় গাজীপুর শহরের রাজবাড়ি মাঠ থেকে এ রান শুরু হয়। ১১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে এতে যৌথভাবে প্রথম হন এম মাহফুজুল হক ও মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া এ ক্যাটাগরিতে ১২ ঘন্টা ০৫ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হন আইনুল ইসলাম মাহাবুব।

শুক্রবার ভোর ৪ টায় শুরু হওয়া ৫০কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে মোট ২০জন রানার অংশ নেন। একই স্থান থেকে এ রান শুরু হয়। ৬ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে এতে প্রথম হন কমল কৃষ্ণ রায়। এছাড়া এ ক্যাটাগরিতে ৬ ঘন্টা ৪৩ মিনিট সময় নিয়ে মোঃ ওয়াসিওর রহমান দ্বিতীয় এবং ৬ ঘন্টা ৫৩ মিনিট সময় নিয়ে প্রশান্ত কেরকেটা তৃতীয় হন।

রান শেষে গাজীপুরের হানকাটা ব্রিজের পাশে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সকল ফিনিশারদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় ম্যারাথন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম এবং দেশের সিনিওর রানারবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আমিনুল ইসলাম/এসএএস/এমকেএইচ

আরও পড়ুন