ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকির লোগো উন্মোচন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর সোনারগাঁও হোটেলের পদ্মা হলটি হঠাৎ আলোয় উদ্ভাসিত। নানা রংয়ের আলোর ঝলকানির মাঝে ভেসে উঠলো বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স হকির লোগো। এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ উন্মোচন করলেন আগামী জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের লোগো। পাশাপাশি হলো এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনের মধ্যে এক চুক্তি।

আগামী ৪ থেকে ১২ জুন মওলানা ভাসানী স্টেডিয়ামে বসবে ১০ জাতির এই টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও অংশ নেবে জুনিয়র এশিয়া কাপের আগের আসরের সেরা ৫ দল-ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। তাদের সঙ্গে যোগ দেবে গত ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করা চীন, ওমান, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ঢাকার সেরা তিন দল পাবে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলার টিকিট।

এশিয়ান হকি ফেডারেশনের সাথে চুক্তি স্বাক্ষরের পর আরেকটি চুক্তি স্বাক্ষর হয়েছে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে। বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষে সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রশিদ শিকদার, সহসভাপতি সাজেদ এএ আদেল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

আরআই/এমএমআর/জেআইএম