ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেনিস নাকি ক্রিকেট-সানিয়ার ছেলে কি বেছে নেবে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৮ এপ্রিল ২০২০

ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এ সময়টায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সানিয়ার পরিবার সম্পর্কে কি আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে? ক্রীড়াপ্রেমীদের সবাই-ই জানেন, সানিয়া বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে।

সানিয়া-শোয়েবের ছেলের নাম ইজহান। ছোট্ট সন্তানের সঙ্গে এই লকডাউনের সময়টায় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন সানিয়া। যেখানে দেখা যাচ্ছে, ছেলে ইজহানের ডান হাতে একটি টেনিস র্যাকেট।

ওই পোস্টের ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘আমি নিশ্চিত সে চিন্তা করছে, এগুলো আবার কি জিনিস? #ইজহানমির্জামালিক।’ সানিয়ার এই পোস্টে কমেন্ট করেছেন পাকিস্তানি ফাস্টবোলার ওয়াহাব রিয়াজ। লিখেছেন, ‘সে সত্যিই অনেক কিউট, মাশাআল্লাহ।’

তবে টুইটার ব্যবহারকারীদের বেশিরভাগেরই আগ্রহ ছিল আরেকটি বিষয় নিয়ে। হাতে টেনিসের র্যাকেট, ব্যাট কেন নয়? ইজহানের মা যেমন টেনিস তারকা, বাবাও তো ক্রিকেটার।

বেশিরভাগই মজা করে লিখেছেন, ইজহান আসলে দ্বিধায় পড়ে গেছে, টেনিস খেলবে নাকি ক্রিকেট? একজন লিখেছেন, ‘বাঁ হাতে একটি ব্যাটও থাকতো!’ আরেকজনের প্রশ্ন, ‘কোন দেশকে সে প্রতিনিধিত্ব করবে, ভারত নাকি পাকিস্তান?

এমএমআর/এমকেএইচ