ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

টাঙ্গাইলে ৫০০ পরিবারকে সহায়তা করলেন হকি তারকা প্রিন্স

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৪ এএম, ২০ মে ২০২০

করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে আরও বড় পরিসরে এগিয়ে এসেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।

নিজ জেলা টাঙ্গাইলে অস্বচ্ছল কর্মহীন ৫০০ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনালে বাস শ্রমিক, শহরের সাবালিয়া, টাঙ্গাইল ক্লাব রোড ও টাঙ্গাইল প্রেসক্লাব এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রিন্স। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও লবণ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ও বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন নগর জলফৈ বাইপাস রোড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ মোতালেব হোসেন, টার্মিনাল কমিটির সাধারণ সম্পাদক আজিজ সিকদার, সহসভাপতি বাবলু মিয়া, টাঙ্গাইল জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও রড-রাজ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. মজনু মিয়া, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন ও মোহামেডান ক্লাব হকি টিমের সহকারি ম্যানেজার সোহেল রানা।

এর আগে গত বুধবার (১৩ মে) আরিফুল হক প্রিন্স জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও অ্যাথলেটদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছিলেন।

আরআই/এসএএস/জেআইএম