ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুন্সিগঞ্জে ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

মুন্সিগঞ্জ জেলা শহরের মাঠপাড়ায় জাতীয় ক্রীড়া পরিষদ যে ইনডোর স্টেডিয়াম তৈরি করেছে, সেটা উদ্বোধন করা হলো বুধবার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে এই ইনডোর স্টেডিয়াম উদ্বোধন করেছেন। একই সময় তিনি মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনও করেন।

জাতীয় ক্রীড়া পরিষদ ১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ৪ শতাধিক দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আধুনিক এই ইনডোর স্টেডিয়াম তৈরি করেছে; যেখানে ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ সকল ধরনের ইনডোর খেলার ব্যবস্থা রয়েছে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, পুলিশ সুপার মো. আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছ, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী ফয়সাল বিপ্লব।

আরআই/এমএমআর/এমএস