ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৬ নভেম্বর ২০১৪

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর সাড়ে বারোটায়। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচটি জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবারই নিশ্চিত করতে চান মাশরাফি। তার ভাষায়, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। আজকের ম্যাচটি আমাদের জিততে হবে। ম্যাচটি জিতে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। আমাদের সেরাটা ঢেলে দিয়ে চেষ্টা করব।’

প্রথম দুই ম্যাচ জিতে যাওয়ায় স্বাভাবিকভাবে জিম্বাবুয়ের থেকে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি হবে মিরপুরের চিরচেনা উইকেটে। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে সদা সজাগ বাংলাদেশ দল।

যে কোনো মুহূর্তে জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে এমনটি বিশ্বাস করেন তিনি, ‘প্রতিটি ম্যাচ তো নতুন ম্যাচ। সবকিছুই নতুন করে শুরু করতে হবে।প্রথম থেকেই ভালো খেলতে হবে। নিজেদের নিয়ন্ত্রণ নিতে হবে।’

এদিকে শিশির নিয়ে নড়াইল এক্সপ্রেস বেশি ভাবছেন না। তিনি জানিয়েছেন, শিশির প্রভাব ফেলবে, কিন্তু বোলার ও ফিল্ডারদের উইকেট নেওয়ার প্রতিটি ছোট ছোট সুযোগকে কাজে লাগাতে হবে।