ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

২৫৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ১০:২৮ এএম, ২৮ নভেম্বর ২০১৪

সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় টসে জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে মাশরাফি বাহিনী।

আগের ম্যাচে চার উইকেট পাওয়া আরাফাত সানির স্থানে আজ খেলছেন আরেক স্পিনার জুবায়ের হোসেন। এছাড়া ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার আবুল হোসেন।

খেলাটি মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় শুরু হয়। আজকের ম্যাচে উভয় দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে চার উইকেট পাওয়া আরাফাত সানির স্থানে আজ খেলছেন আরেক স্পিনার জুবায়ের হোসেন। এছাড়া ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার আবুল হোসেন।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, জুবায়ের হোসেন, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে দল:
হ্যামিল্টন মাসাকাদজা, তিমাইসিন মারুমা, সিবান্দা, ব্রেন্ডন টেইলর, চাকাবা, এল্টন চিগাম্বুরা (অধিনায়ক), মুর (উইকেট রক্ষক), মাদজিভা, সলোমন মির, চতারা, কামুঙ্গজি।