ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের ক্রিকেটারদের খেলা খুব একটা দেখেন না, তবে নিয়মিত খোঁজখবর রাখেন টাইগারদের। আর তা থেকেই তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উন্নতির চিত্র। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় বাংলাদেশের ব্যাপারে রীতিমতো মুগ্ধ এবং
টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ।

সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা প্রথম সেমিফাইনালের সংবাদ সম্মেলনে এসে সেই মুগ্ধতার কথা জানালেন ভারতীয় দলের এক সময়কার ‘দ্য ওয়াল’।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে রাহুল দ্রাবিড়ের মূল্যায়ন, ‘গত কয়েক বছর ধরে অসাধারণ সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে নিজেদের মাটিতে এবং সীমিত ওভারের ক্রিকেটে যে তারা এখন অনেক ভালো দল, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই।’

বাংলাদেশের অনেক খেলোয়াড়েরই নাম ধরে ধরে প্রশংসা করেছেন দ্রাবিড়। আলাদা করে বললেন সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি আর মাহমুদউল্লাহর কথা। নতুনদের মধ্যে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসাই নাকি বেশি শুনেছেন মানুষের মুখে।

নিয়মিত ক্রিকেট খেলা দেশগুলোকে ভাগ্যবানই মনে করেন তিনি, ‘ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড- এই দেশগুলো অনেক ভাগ্যবান, কারণ এসব জায়গায় ক্রিকেটের কাঠামো মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। বয়সভিত্তিক পর্যায়েও অনেক খেলা হয় এই দেশগুলোতে।’

বিএ