ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শান্তর উপর নির্ভরশীল নয় বাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম ম্যাচে অনবদ্য হাফ সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে দলকে সহজ জয় এনে দেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ম্যাচেও ছিলেন অপরাজিত। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের রীতিমত রানব্যাংক হয়ে উঠেছেন তিনি। সেমিফাইনালের বড় লড়াইয়েও স্বাভাবিকভাবেই বিশেষ চোখ থাকবে এই নবীন তারকার দিকে; কিন্তু শান্ত জানালেন, তার ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ দল। তাকে ছাড়াও সহজভাবে জয়ের ক্ষমতা রাখে যুব টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে শান্ত বলেন, ‘আমার চেষ্টা থাকে প্রতিদিনই রান করার। এমন হতে পারে যে, একটি দিন খারাপ যাবে। আমাদের শেষ ম্যাচে যেটা হয়েছে, আমি রান করিনি। শেষ দিকে মিরাজ-জাকির ভালো সাপোর্ট করেছে। এমন পরিস্থিতি তৈরী হয়নি যে, আমি রান করিনি বলে দল হেরে যাবে। কিংবা উপরের দুটি ব্যাটসম্যান রান করেনি বলে দল খারাপ করবে, এ রকম কিছু না। আমি রান করলে অবশ্যই দলের জন্যে ভালো হবে।’

কোয়ার্টার ফাইনালে ভালো করতে পারেননি শান্ত। যদিও পরের ম্যাচে নিজের স্বাভাবিক রূপে ফিরে আসবেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ভালো করার তো শেষ নেই। একটা দুইটা ম্যাচ হতে পারে। ক্রিকেট খেলায় ভালো সময়, খারাপ সময় আসে। তবে আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করছি ভালোই হবে।’

প্রথমবারের মত সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। তবে স্বপ্ন এখানেই শেষ করতে চাননা শান্ত। নিজেদের ফাইনালের মঞ্চে দেখতে চান এ টাইগার। যদিও এ নিয়ে চিন্তা করে নিজেদের ওপর চাপ বাড়াচ্ছেন না তারা। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের ইচ্ছে আছে ফাইনাল খেলার। সবারই আছে। তবে আমরা এখন ফাইনাল নিয়ে চিন্তা করছি না। এখন হয়তোবা কেউ বলছে, কেউ বলেনি। আমরা ১১ তারিখের ম্যাচটি নিয়ে চিন্তা করছি। ফাইনালে কে আসবে না আসবে; কি হবে না হবে, এগুলো নিয়ে চিন্তা করছি না।’

আরটি/আইএইচএস/আরআইপি