ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘চালিয়ে যাও যুদ্ধ, চলো গড়ি নতুন ইতিহাস’

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

মাঠে লড়াই করছে ১১ তরুণ টাইগার। সাথে পুরো বাংলাদেশ। দেশের ১৬ কোটি মানুষ। ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই তৈরী হবে বিস্ময়কর সে ইতিহাস, যেটা স্পর্শ করতে পারেনি খোদ মাশরাফি, সাকিব কিংবা তামিমরা। সুতরাং, যুব টাইগারদের সাফল্য কামনায় দু’হাত তুলে এখন পুরো বাংলাদেশ।

সারা দেশের মানুষের মত মিরাজদের সাফল্য কামনায় দু’হাত তুলে রয়েছেন যেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইনিংস (২২৬ রান) শেষে নিজের ফেসবুক পেজে একটি অনুপ্রেরণামূলক স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। যেখানে তিনি মিরাজদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘যুদ্ধ চালিয়ে যাও, চলো গড়ি নতুন ইতিহাস।’

সাকিব আল হাসানের স্ট্যাটাসটা হুবহু জাগো নিউজের পাঠকদের জন্য তুলে দেয়া হলো এখানে- ‘তরুন বাঘেরা আজ একটা কঠিন পরিস্থিতি থেকে যুদ্ধ করে বেরিয়ে এসেছে। ম্যাচের এক পরিস্থিতিতে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ১১৩ রান। কিন্তু আমাদের তরুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ (৬০) ও মোহাম্মাদ সাইফুদ্দিন (৩৬) এর অনবদ্য ব্যাটিংয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি স্কোর দাড় করাতে পরেছি। এখন বোলারদের উপর সকল ভরসা। যুদ্ধ চালিয়ে যাও, চলো গড়ি নতুন ইতিহাস।’

আগেরদিনই মিরাজদের অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দেন মুশফিক। তিনি লিখেছিলেন, ‘তোমাদের প্রতি আমাদের সবার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা জানি, তোমরা পারবে। চলো বাংলাদেশ! অনূর্ধ্ব ১৯ দলের জন্য রইলো দোয়া ও শুভকামনা ...।

The young Bangladesh tigers fought out of a critical situation today. At one stage the tigers were 5-113, the brave...

Posted by Shakib Al Hasan on Wednesday, February 10, 2016


আইএইচএস/এমএস