ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফেনীতে অনুর্ধ-১৯ দলের ক্রিকেটার সাইফ উদ্দিনকে সংবর্ধনা

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ফেনীর কৃতিসন্তান সাইফ উদ্দিন। নিজ জেলার এই কৃতি ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছে জেলার সর্বস্তরের জনগন। সোমবার দুপুরে সাইফ বাস যোগে ফেনীর মহিপালে এসে পৌছলে ক্রিকেট প্রেমীরা তাকে ফুল দিয়ে বরণ করে।

এরপর ফেনী সরকারী কলেজ মাঠে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এসময় সাইফকে সংবর্ধনা দেয় ফেনী পৌর সভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট একাডেমীর সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবসহ ফেনীর ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাইফ উদ্দিন বলেন, অনুর্ধ ১৯ দল যুব বিশ্বকাপে তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলেছে। যার ফলে অর্জন করেছে তৃতীয় স্থান। ফেনীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি সে দলে ভালো খেলতে চেষ্টা করেছি। আশা করছি ফেনীর মানুষের দোয়া থাকলে আরো ভালো করতে পারব।

আইএইচএস/আরআইপি