ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো সেই সূচিতে দেখা যাচ্ছে হংকংকে প্রস্তুতি প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী ৫ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০মিনিটে মাঠে গড়াবে টাইগারদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। তবে বাংলাদেশ যদি ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে ওঠে তাহলে বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলা হবে না বাংলাদেশের।

বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ধর্মশালায় খেলবে বাংলাদেশ। এমনিতেই ধর্মশালার উইকেট ও আবহাওয়া সম্পর্কে কোনো কিছুই জানেন না ক্রিকেটাররা। তাই এশিয়া কাপের ফাইনালে উঠলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কোন সুযোগই পাবে মাশরাফি-সাকিবরা।  

উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচেপ্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানকে। আর এ ম্যাচগুলোর আগে ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেললে রণকৌশল সাজাতে সুবিধা হতো বাংলাদেশের।

এমআর/এমএস