ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আম্পায়ারের সিদ্ধান্তে উষ্মা : কোহলির জরিমানা

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখা গিয়েছিল বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার বিপক্ষে ক্ষোভ প্রকাশ করতে। আম্পায়ারের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। অনেকেই তো বলতে শুরু করেছিলেন, আম্পায়ারকে গালিও দিয়েছিলেন তিনি। সেই ঘটনায় অবশেষে বিরাট কোহলিকে জরিমানার মুখোমুখিও হতে হলো।

শনিবার অবশ্য তার ব্যাটেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারত। শুরুতে যখন কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন দুই ভারতীয় ওপেনার। তখন ত্রাতা হয়েছিলেন কোহলিই। তবে সেই জয়ের আনন্দে একটু হলেও হতাশা দিয়ে গেল এই কোহলির ওই শাস্তি।

সেই বিরাট কোহলিরই কেটে নেওয়া হল ম্যাচ ফির ৩০ শতাংশ। আইসিসির নিয়ম লঙ্ঘণ করে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে শাস্তি হল কোহলির। আইসিসি-র কোড অব কনডাক্টের আর্টিকেল নম্বর ২.১.৫ এর নিয়ম অনুযায়ী, কোনও আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করলেই শাস্তি পেতে হবে। সে প্লেয়ার হোক বা সাপোর্ট স্টাফ-যেই হোক।

শনিবার মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তখন ভারতীয় ইনিংসের ১৫ ওভার চলছে। যখন বিরাট কোহলিকে এলবিডব্লু আউট দেওয়া হয়। তার পরই প্রথমে আম্পায়ারের উদ্দেশে ব্যাট তুলে দেখান। মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন যখন তখন আবার তাকে দেখা যায় বার বার পিছন ফিরে আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে। যে ব্যবহার ক্রিকেট স্পিরিটকেই ধাক্কা দেয়। রবিবার কোহলি তার দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রো-র দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন।

আইএইচএস/এবিএস