ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ মার্চ ২০১৬

এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে দেশজুড়ে টাইগার ভক্তদের মাঝে চলছে চরম উন্মাদনা। ম্যাচটিকে ঘিরে রাজধানীসহ সারাদেশে চরম উত্তাপ ছড়িয়েছে। আর এ ম্যাচকে কেন্দ্র করে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) জানায়, বিদেশী খেলোয়ার ও দর্শকভক্তরা যেন কোনোভাবে বিরক্ত, উত্যক্ত কিংবা হয়রানির শিকার না হয় সেজন্য থাকবে বাড়তি নজরদারি।

এব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার খেলার বিনোদন ও ক্রিকেট পাগল দর্শক ভক্তদের উন্মদনা বিশ্বকাপের পর আরও বেড়েছে। আর বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠায় সারাদশে বাড়তি উত্তেজনা থাকবে। তাই নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিরপুররস্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে মোতায়েন করা হবে। মাঠে থাকবেও নারী ও পুরুষ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারির জন্য থাকবে গোয়েন্দা পুলিশ সদস্য।

জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজার্ব পুলিশও থাকবে। আকস্মিক কোনো অগ্নিকাণ্ড নির্বাপনে পুলিশের সহযোগীতায় থাকবে ফায়ার সার্ভিস ইউনিট। এছাড়া জরুরি চিকিৎসায় সেবা নিশ্চিতে ভ্রাম্যমান চিকিৎসারও ব্যবস্থা থাকবে।

জেইউ/এমআর/আরআইপি