ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চাইলে সরে দাঁড়াতে পারেন আফ্রিদিরা

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১১ মার্চ ২০১৬

ধর্মশালায়রের আবহাওয়ার মতই ক্ষণে ক্ষণে পরিবর্তণ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা-বার্তা। একসময় বলে ভারত যাবো তো অন্যসময় বলে যাবো না। অজুহাতেরও অভাব নেই। সবশেষে ভারত যেতে রাজি হলেও, আফ্রিদিদের টুর্নামেন্টে না খেলার একটা ঐচ্ছিক সুযোগ দিয়েই রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এটাও যে তাদের একটা কৌশল নয়, সেটাই বা কে বলবে!

কারণ, এখন আর নিরাপত্তার অজুহাত তুলতে পারবে না তারা। আইসিসির কাছে তারা আবেদন জানিয়েছিল, ধর্মশালা থেকে ভেন্যু পরিবর্তণ করার। সে আবেদন আইসিসি মেনেও নিয়েছে। এখন তাহলে কী অজুহাত দাঁড় করাবে তারা! সুতরাং, কোন কারণে যদি তারা ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে পাকিস্তানের উপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা। এ কারণে ভিন্ন একটি কৌশলের আশ্রয় নিয়েছে পিসিবি। যদিও, কৌশল বাস্তবায়নের আগেই ঘোষণা দিয়েছে, আজ রাতে ক্রিকেটারদের ভারত পাঠাচ্ছে পাকিস্তান।

কী সেই কৌশল? নিরাপত্তা শঙ্কা বোধ করলে নিজে থেকেই যে কোন ক্রিকেটার বিশ্বকাপে অংশগ্রহণ থেকে সরে দাঁড়াতে পারবে। পিসিবি এ সুযোগটা দিচ্ছে আফ্রিদিদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ‘আমি সকলকে বলেছি যদি কারো কোন অনিচ্ছা থাকে, তাহলে সে যেন আমাকে অথবা টিম ম্যানেজার ইনতিখাব আলমকে জানায়। আমার কথা হচ্ছে, যদি কোন ক্রিকেটার মনে করে যে চলমান পরিস্থিতিতে ভারতে গিয়ে ক্রিকেটে মনসংযোগ ঘটাতে পারবে না, তাহলে তার স্কোয়াড থেকে নিজে থেকে সরে যাওয়াই ভালো।’ – লাহোরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

এর আগে ভারতের সরকারের লিখিত নিশ্চয়তা পাওয়ার পরেই পাকিস্তান দল নিশ্চিত করে তারা ভারত যাচ্ছে। ‘দল ভারত যাওয়াতে আমি খুব খুশি যদিও হালকা কিছু ঘটনা ঘটেছে তবুও আমরা আশাবাদী ভারত আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তাই দেবে।’

আগামীকাল কলকাতায় পৌছে পাকিস্তান দল মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে শ্রীলংকার সাথে।

আরআর/আইএইচএস/এবিএস

আরও পড়ুন