ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৩ ওভারের ম্যাচ শুরু হবে পৌনে ১০টায়

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১১ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ; কিন্তু ধর্মশালায় ভোর রাত থেকে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পরে শুরু হচ্ছে ম্যাচটি। তাই ৭ ওভার করে কেটে ১৩ ওভারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যদিও পরে জানানো হয়েছে, ম্যাচ হবে ১২ ওভারের।

এদিন ধর্মশালায় ভোর চারটা থেকে বৃষ্টি শুরু হয়। কয়েক দফা বৃষ্টির পর বাংলাদেশ সময় ৭টা ৫৫ মিনিটে বৃষ্টি সম্পূর্ণ থেমে যায়। এ সময় সারাদিনের বৃষ্টির কারণে কভারের ওপর প্রচুর পানি জমে। ৬টি সুপার সপার দিয়ে দ্রুত পানি নিষ্কাশন করা হয়।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের প্রায় সম্পূর্ণ মাঠ দুই স্তরের ত্রিপল দিয়ে ঢাকা থাকায় মাঠ তেমন ক্ষতিগ্রস্থ হয়নি। ফলে দেড় ঘণ্টার মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে যায়। তবে ধর্মশালার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আবারও যে কোন সময় আঘাত হানতে পারে বৃষ্টি।

এদিকে ধর্মশালার তাপমাত্রা কমতে শুরু করেছে। এ মুহূর্তে সেখানকার তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। তাই বৃষ্টি থামলেও এমন বৈরি কন্ডিশনে টাইগারদের স্বাভাবিক খেলা হুমকির মুখে পড়তে পারে। অথচ এ ধরণের পরিবেশেই অভ্যস্ত আয়ারল্যান্ড। তাই এটা তাদের জন্য বাড়তি সুবিধা হতে যাচ্ছে আইরিশরা।

আরটি/আইএইচএস/এবিএস

আরও পড়ুন