ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফগান শিবিরে জিম্বাবুয়ের জোড়া আঘাত

প্রকাশিত: ১০:২৮ এএম, ১২ মার্চ ২০১৬

মাত্র ৪ ওভার ৪ বলে ৪৯ রান করেছিল আফগানিস্তান। দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নূর আলী জরদানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যাকফুটে ছিল জিম্বাবুয়ে। তবে পাঁচ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে দারুনভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান। নূর আলী জরদান ১০ ও গুলবাদিন নাইব ৭ রান নিয়ে উইকেটে রয়েছেন।

পঞ্চম ওভারে উইলিয়ামস আউট করেন শাহজাদকে। ২৩ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ রান করেন তিনি। এর পরের ওভারে আসগার স্তানিকজাইকে রানের খাতা খোলার আগেই ফেরান পানিয়াঙ্গারা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দুই ম্যাচে উভয় দলের পয়েন্ট সমান ৪ হওয়ায় এ ম্যাচের জয়ী দল খেলবে বিশ্বকাপের মূল পর্ব।

আরটি/এআরএস/আরআইপি