ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওমানের বিপক্ষেও খেলছেন না মুস্তাফিজ!

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১২ মার্চ ২০১৬

মুস্তাফিজের জন্য অপেক্ষার পালা আরো দীর্ঘ হলো। ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লে-অফ পর্বের প্রথম দু’ম্যাচ খেলতে পারেননি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এবার গ্রুপের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়েও অনিশ্চিত মুস্তাফিজুর রহমান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক জানিয়ে দিয়েছেন, ‘মুস্তাফিজ এখনো পুরোপুরি ফিট নয়। ওমানের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।’

এর আগে এশিয়া কাপ চলার সময় সাইড স্ট্রেন ইনজুরিতে পরেন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের ফাইনালেও খেলতে পারেননি তিনি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে পরতে হয় ‘মুস্তাফিজ’ প্রশ্নের সামনে। সবাইকে আশ্বস্ত করে মাশরাফি বলেছিলেন, ‘মুস্তাফিজ উন্নতির দিকে রয়েছে। তিন সপ্তাহের ভেতর ১২দিন হয়েছে তার। হঠাৎ করেই এটা পরিবর্তণ হয়।’

তিন সপ্তাহের ইনজুরিতে হয়তো মুস্তাফিজকে সুপার টেনের প্রথম দিককার ম্যাচগুলোতে নাও পেতে পারে; কিন্তু পুরো সুস্থ না হওয়া পর্যন্ত এই কার্টার মাস্টারকে মাঠে নামাতে নারাজ অধিনায়ক মাশরাফি।

আরআর/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন