ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির জায়গা পূরণ হবে না : তামিম

প্রকাশিত: ০৭:১৭ এএম, ১৩ মার্চ ২০১৬

ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় প্রবেশের পর তিক্ত সব অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে বাংলাদেশকে। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার শত শত প্রস্তাব বাতাসে উড়েছে। সেই সময় আজ ইতিহাস হয়ে গেছে। সব সমালোচনা আর গালিগালাজকে ইতিহাস বানিয়ে দিয়ে  মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ আজ ক্রিকেটের পরাশক্তি।  

নেতৃত্ব দিয়ে এরই মধ্যে কোটি ভক্তের মন জয় করেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। তবে শুধু ভক্তদের কাছেই নয় খোদ দলের খেলোয়াড়দের কাছেও প্রিয় অধিনায়ক তিনি। দেশের জনপ্রিয় জাতীয় "দৈনিক প্রথম আলোকে" দেয়া এক সাক্ষাতকারে এমনটিই জানালেন তামিম ইকবাল।

সাক্ষাতকারে তিনি বলেন, আমি যদি দল থেকে বাদ পড়ে যাই, কেউ না কেউ আমার জায়গা পূরণ করে ফেলবে। কিন্তু মাশরাফি ভাইয়ের জায়গা কখনো পূরণ করা যাবে না। উনি যখন অবসর নেবেন, বিরাট একটা শূন্যতা তৈরি হবে। উনি হয়তো নিয়মিত ৫ উইকেট নেন না বা ফিফটি করেন না, কিন্তু যেভাবে তরুণ খেলোয়াড়দের আগলে রাখেন, ভালো খেলি-খারাপ খেলি যেভাবে আমাদের উৎসাহ দেন, এটা স্পেশাল কোয়ালিটি। এটা সবার মধ্যে থাকে না। আমরা খুব লাকি যে, ওনার মতো একজনকে পেয়েছি।

আপনি যত অধিনায়কের অধীনে খেলেছেন, মাশরাফিই কি সেরা? এমন প্রশ্ন জবাবে তামিম বলেন,  আমি ৬-৭ জন অধিনায়কের আন্ডারে খেলেছি। তুলনা করতে বললে শুধু মাহেলা জয়াবর্ধনের কথাই বলব। তবে জয়াবর্ধনের সঙ্গে যেহেতু আমি সবকিছু শেয়ার করতে পারি না, মাশরাফি ভাইয়ের সঙ্গে পারি, তাই ওনাকেই এগিয়ে রাখব। বিশ্বকাপে আমার কেমন অবস্থা হয়েছিল, আপনি তো জানেন। উনি তখন যা করেছেন, তা স্পেশাল।

আরএ/এমআর/আরআইপি

আরও পড়ুন