এবার মাঠেই বিতর্কে জড়ালেন জেসি রাইডার
মাঠের ভেতরে কিংবা বাইরে কোনো জায়গাতেই যেন নিজেকে ধরে রাখতে পারছেন না নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেসি রাইডার। এবার মাঠের ভেতরে আম্পায়ারদের সঙ্গে খারাপ আচরণ করে নতুন বিতর্কের জন্ম দিলেন এই অলরাউন্ডার।
ওয়েলিংটন ক্লাবের ক্রিকেট ম্যাচের সেমিফাইনালে কারোরির বিপক্ষে পিটোন-এস্টবার্নের হয়ে খেলছিলেন জেসি রাইডার। খেলার এক পর্যায়ে এলবিডব্লিউয়ের আবেদন করেন রাইডার। প্রধান আম্পায়ারের দায়িত্বে থাকা ওয়াটকিন সেই আবেদনকে নাকচ করে দেন। রাইডার ক্ষুদ্ধ হয়ে আম্পায়ারের সামনে দিয়ে তার বোলিং প্রান্তে ফিরে যাওয়ার সময় চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন। আর তাতেই জোটে ক্রিকেট ওয়েলিংটনের কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ।
ম্যাচের দুই আম্পায়ার ওয়াটকিন এবং পল কামিংস রাইডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। ওই ম্যাচে রাইডারের পিটোন ম্যাচ জেতে। রাইডের বিরুদ্ধে তদন্ত করার পর পূর্ণ রিপোর্ট আসে ক্রিকেট ওয়েলিংটনের নির্বাহী পরিচালক পিটার ক্লিন্টনের কাছে। রিপোর্ট অনুযায়ী রাইডারের হতে পারে বিশাল অংকের জরিমানা।
এর আগে রাইডারের দুর্দান্ত ফর্মের কারণেই আবার নিউজিল্যান্ড দল তাকে নিয়ে চিন্তাভাবনার ইঙ্গিত দিলেও রাইডারের এই কর্মকাণ্ড তাদের সেই চিন্তাতে ব্যাঘাত ঘটাবেই। এর আগে মাঠের বাইরে নানা অপকর্ম করে সবার দুর্নাম কুড়িয়েছেন তিনি। পানশালায় মারামারি করে অনেকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আবারো ক্রিকেটে ফিরে এসেছেন রাইডার, কিন্তু স্বভাবটা এখনো পাল্টাতে পারেননি তিনি।
আরআর/এনএফ/পিআর