টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে রয়েছে ইংলিশরা। সুতরাং, এই ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার। এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক ইয়ন মরগ্যান।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ করেও ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে (৪৭ বলে সেঞ্চুরি) ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। তাই টুর্নামেন্টে টিকে থাকতে জয় পেতেই হবে তাদের। অপরদিকে এ ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করছে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ড :
জ্যাসন রয়, অ্যালেক্স হ্যালস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ডেভিড উইলে, ক্রিস জর্ডান, রিস টপলি।
দক্ষিণ আফ্রিকা:
হাশিম আমলা, ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),জেপি ডুমিনি, ডেভিড মিলার, কাইল অ্যাবোট, ক্রিস মরিস, কাগিসো রাবাডা, ডেইল স্টেইন, ইমরান তাহির।
আরটি/এমএস