ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইমরান খানের পরামর্শ নেবেন আফ্রিদি

প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৯ মার্চ ২০১৬

ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে চলছে নানা আলোচনা, জ্বল্পনা-কল্পনা। এ ম্যাচের জন্য দিকে তাকিয়ে রয়েছেন সাবেক ক্রিকেটাররাও। তাইতো ইডেনের মাঠে পাক-ভারত ম্যাচে উপস্থিত থাকবেন দু`দেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার। ফলে ম্যাচকে ঘিরে তৈরী হচ্ছে ভিন্নধর্মী এক আবহ।

পাক-ভারত ম্যাচকে কেন্দ্র করে শুক্রবার কলকাতায় এসেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তিনি জানিয়েছেন, আজকের (শনিবার) ম্যাচে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদিকে কিছু পরামর্শ দেবেন তিনি। কারণ আফ্রিদি নিজেই নাকি তার কাছে পরামর্শ চেয়েছেন।

ইমরান খান বলেন, জানি না পাকিস্তান দলের দুর্বল জায়গা কোনগুলো। কিন্তু আমার অভিজ্ঞতার সাপেক্ষে ওদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ওদের বলব, যেন কোন চাপের কাছে মাথা নিচু না করে।

ভারত-পাকিস্তান ম্যাচ অর্ধেক মাঠে, অর্ধেক মাথায় খেলা হয় উল্লেখ করে তিনি বলেন, আমি সেই ৯২`র ফাইনালের আগে ছেলেদের বলেছিলাম, তোমরা হলে কোণঠাসা বাঘ, ঝাঁপিয়ে পড়ো। আফ্রিদিকে সেই কর্নার্ড টাইগারের গল্পটাই মনে করিয়ে দিতে চাই। আর বলতে চাই, তোমার ভারতে বেশি ভালবাসা পাওয়া মন্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছে সেটা অর্থহীন।

এদিকে ক্রিকেট অধিনায়ক হিসেবে আফ্রিদিকে দেশের রাষ্ট্রদূত বলেও মন্তব্য করেন তিনি।

আরএ/এমআর/এবিএস

আরও পড়ুন