ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

গিজনের মাঠে অ্যাটলেটিকোর হার

প্রকাশিত: ০৫:৪২ এএম, ২০ মার্চ ২০১৬

এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না অ্যাটলেটিকো মাদ্রিদের। অবনমন অঞ্চলে থাকা স্পোর্টিং গিজনের মাঠে ২-১ গোলে হেরে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে দলটি।

শুরুটা বেশ ভালোই করেছিল দিয়েগো সিমেওনের দল। প্রতিপক্ষের মাঠে ২৯ মিনিটে দারুণ এক ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন অন্তনি গ্রিজমান। ফলে কিছুটা এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

তবে দ্বিতীয়ার্ধে খুব একটা অপেক্ষা করতে হয়নি গিজনকে। ৭৯তম মিনিটে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া আইয়ালার ফ্রি কিক অ্যাটলেটিকোর খেলোয়াড়ের গায়ে লেগে বল জালে জড়ায়। দশ মিনিট পর এগিয়ে যায় স্বাগতিকরা। জোনাথন রদ্রিগেস মেনেনদেজের বাড়ানো বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এল সালভাদোরের ফরোয়ার্ড কার্লোস গার্সিয়া। আর  এই গোলেই লিগে অ্যাটলেটিকোর  হার নিশ্চিত হয়।

আরএ/এমআর/এমএস