ভারত-অস্ট্রেলিয়া টেস্টে কোহলির সেঞ্চুরি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে ভারত। দেশটির তৃতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। তার আগে রয়েছেন বিজয় হাজারে ও সুনীল গাভাস্কার। কোহলির সেঞ্চুরির কল্যাণে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩৬৯ রান। এখনো ১৪৮ রানে পিছিয়ে রয়েছে ভারত।
তৃতীয় দিনে খেলতে নেমে প্রথম ইনিংসে ভারতের উদ্বোধনী জুটি ভেঙেছে দলীয় ৩০ রানের মধ্যে। ব্যক্তিগত ২৫ রানে হারিসের বলে বোল্ড হযেছেন শেখর ধাওয়ান। তবে দ্বিতীয় উইকেটে জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এই জুটিতে মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারার ব্যাটিংয়ে দলীয় স্কোরে যোগ হয়েছে ৮১ রান।
হাফসেঞ্চুরির (৫৩ রান) পর মিচেল জনসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিযেছেন বিজয়। তার বিদায়ের পর ব্যক্তিগত ৭৩ রানে লায়নের বলে বোল্ড হযেছেন পুজারা। তারা সাজঘরে ফেরার পর রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক কোহলি। তাকে ভালো সঙ্গ দিয়েছেন আজিঙ্ক্য রাহানে। যদিও ব্যাটিংয়ে আসার পর মিচেল জনসনের বল আঘাত করেছিল কোহিলর হেলম্যাটে। সঙ্গে সঙ্গে কোহলির দিকে ছুটে গেছেন স্বাগতিক ক্রিকেটাররা। না, দুর্ঘটনা ঘটেনি। কিছুক্ষণ সময় নিযে আবারও ব্যাটিং করেছেন সফরকারী অধিনায়ক।
দারুণ খেলেছেন কোহলি। জনসনের বলে আউট হওয়ার আগে পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি (১১৫ রান)। কোনো ছয় না থাকলেও ১২টি চার ছিল তার ইনিংসে। হাফসেঞ্চুরি করেছেন রাহানে (৬৩)। লায়নের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি। দিন শেষে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৩৩ রান) ও ঋদ্ধিমান সাহা (১ রান)।
এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৭ রান করার পর ইনিংস ঘোষণা করেছ অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত প্রথম ইনিংস : ৩৬৯/৫ (কোহলি ১১৫, পুজারা ৭৩, রাহানে ৬২, বিজয় ৫৩; জনসন ২/৯০, লায়ন ২/১০৩)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫১৭/৭ ডিক্লে. (স্মিথ ১৬২*, ওয়ার্নার ১৪৫, ক্লার্ক ১২৮; শামি ২/১২০)