ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হঠাৎ অসুস্থ তামিম : নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২১ মার্চ ২০১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুই দিন আগেই বিশাল ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েন দেশ সেরা দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। সোমবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মাঠে নামার আগে আরও একটি বড় ধাক্কা খেল বাংলাদেশ। ম্যাচে নামার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে থাকতে পারলেন না তিনি।

হঠাৎ পেটের পিড়ায় আক্রান্ত হন তামিম। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষ ম্যাচের আগে শেষ মুহূর্তে তাকে একাদশে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তামিম দলে না থাকায় সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মোহাম্মদ মিঠুন। এছাড়া তাসকিন ও সানির পরিবর্তে দলে এসেছেন আগের দিন দেশ থেকে ব্যাঙ্গালুরু উড়ে যাওয়া শুভাগত হোম এবং সাকলাইন সজীব। শুধু তাই নয়, ইনজুরি নিয়েই একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহামান।

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছিলেন তামিম ইকবাল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহকারী বাংলাদেশের এ ড্যাসিং ওপেনার। ৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৫৭ রান। তাই তার দলে না থাকা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই বটে।

আরটি/আইএইচএস/আরআইপি