ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডের কাছেও হারল ভারতের মেয়েরা

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২২ মার্চ ২০১৬

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হেরেছে ভারতীয়রা। মঙ্গলবার ধর্মশালায় হিমাচল ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে ইংলিশ বোলারদের সামনে দাড়াতেই পারেনি স্বাগতিকরা। মাত্র ৯০ রান সংগ্রহ করতে সমর্থ হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশ নারী ক্রিকেটাররা। প্রথম ছয় ওভারেই ৪২ রান করে তারা। তবে তাদের সেই রানের গতি খুব একটা স্থায়ী হয়নি। একের পর এক উইকেট হারায় ইংল্যান্ড। তবুও শেষ পর্যন্ত ১৯ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন টামি বিউমোন্ট। ১৮ বলে ২০ রান করেন তিনি।

ভারতের বোলার একতা বিশ্ট চারটি উইকেট শিকার করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন হারমানপ্রিত কোউর। ২৫ বলে ২৬ রান করে রান আউট হন তিনি। অধিনায়ক মিথালি রাজের ২০ রান দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

ইংল্যান্ডের সেরা বোলার হিদার নাইট তিনটি উইকেট শিকার করেন।

আরএ/আইএইচএস/আরআইপি