অর্ডার দিয়ে বানাতে হয় মুস্তাফিজের জুতো!
দেখতে হ্যাংলা পাতলা গড়নের হলেও পায়ের মাপটা ঠিক জুতসই না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। নিজের পায়ের মাপের জুতো ভারতে খুঁজে পাচ্ছেন না মুস্তাফিজ!
মুস্তাফিজের পায়ের সাইজটা অন্যান্য সাধারণ মানুষের পায়ের সাইজের থেকে অন্যরকম -১২! মঙ্গলবার অনুশীলন করেনি বাংলাদেশ সেই ফাঁকে ব্যাঙ্গালুরুর শপিং মলগুলোতে সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন কাটার মাস্টার। কিন্তু দুঃখের বিষয় হলো সেই শপিংমলগুলোতেও নিজের পায়ের সাইজের জুতো পাননি মুস্তাফিজ।
আরআর/এমআর/আরআইপি