ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হাঁটুর ইনজুরি নিয়ে হতাশ ছিলেন ফেদেরার

প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৫ মার্চ ২০১৬

হাঁটুর সার্জারির পর প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠেছেন রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মিয়ামি ওপেনে (২১ মার্চ শুরু) খেলবেন সুইস তারকা। ইতোমধ্যেই কোর্টে ফিরে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। নিজের যমজ কন্যাদের গোসলের প্রস্তুতির সময় ইনজুরিতে পড়েছিলেন এই টেনিস তারকা।  

হাঁটুর ইনজুরি বেশ হতাশা তৈরী করেছে উল্লেখ করে তিনি বলেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমি হাঁটুর সমস্যা থেকে দ্রুত সেরে উঠতে পারি। ইনজুরির সময়টাতে আমার মনে হচ্ছিল আমি আমার ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছি, যা আমার জন্য বেশ বড় ধাক্কা। এবং সে সময়টা আমার জন্য বেশ হতাশাজনক মনে হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যাওয়া ম্যাচে পায়ে আঘাত পান ৩৪ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি। এরপর নিজ দেশ সুইজারল্যান্ডে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

দুবাই টেনিস টুর্নামেন্টে বর্তমান ও সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। আর রটারডামে দুবার শিরোপা জিতেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

আরএ/এমআর/পিআর