ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ধোনি ভুলে গেলেন ২০০৭ সালের হারের স্মৃতি

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৫ মার্চ ২০১৬

বাংলাদেশের বিপক্ষে ১ রানের অকল্পনীয় জয় ভারতকে এখনো সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রাখছে। অথচ মাশরাফিদের সামনে সুযোগ ছিল ভারতকে তাদের মাটিতেই বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়ার। হলো না ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মত ভারতকে গ্রুপ পর্বে হারানোর পূনরাবৃত্তি। বাংলাদেশের বিপক্ষে ভারতের সেই হার এখনো ভারতকে প্রতিনিয়তই কাঁদায়।

বাংলাদেশের অসাধারণ নৈপুণ্যেই ২০০৭ সালে ভারতকে গ্রুপ পর্বে হারিয়ে বিশ্বকাপ থেকেই বিদায় করে দিয়েছিল মাশরাফিরা। সেই দলের সদস্য মহেন্দ্র সিং ধোনি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে দুই রানের জয়ে সেই হারের ক্ষতের ব্যথা ভুলে গেছেন ধোনি।

ম্যাচ শেষে ধোনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হার ভুলতে পারিনি। স্মৃতি থেকে বারবার মাথায় চলে আসত। ওই হারের পর জীবনটা কঠিন হয়ে পড়েছিল। এই জয় ২০০৭ এর পরাজয়ের কথা ভুলিয়ে দিয়ে গেল।’

আরআর/আইএইচএস/এমএস

আরও পড়ুন