ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

তিন উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

প্রকাশিত: ১০:২২ এএম, ২৭ মার্চ ২০১৬

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৫২ রান। শেহজাদ ২৪, উসমান গনী ৪ এবং আসগর স্টানিকজাই ১৬ রান করে আউট হন। উইকেটে রয়েছে সামিউল্লাহ সেনওয়ারি ও গুলবাদিন নাইব। ক্যারিবীয়দের পক্ষে ৩টি উইকেটই নেন স্যামুয়েল বদ্রি।

সুপার টেনে এখন পর্যন্ত কোন ম্যাচ না জিততে পারলেও আফগানিস্তানের লড়াকু মনোভাব বিশ্বব্যপী প্রশংসা কুড়িয়েছে। আফগানদের জন্য একটাই ভালো খবর হল, এই ম্যাচে খেলছেন না দানব ক্রিস গেইল। অন্যদিকে নিজেদের গ্রুপে সবগুলো ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

আরআর/আইএইচএস/আরআইপি