ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানের লক্ষ্য দিল আফগানরা

প্রকাশিত: ১১:১৪ এএম, ২৭ মার্চ ২০১৬

শেষ দিকে এসে নজিবুল্লাহ জাদরান কিছুটা ঝড় তুলতে পেরেছিলেন। না হয় ওয়েস্ট ইন্ডিজের সামনে ১০০ রানও করতে পারতো না আফগানিস্তান। জাদরানের অপরাজিত ৪৮ রানের সুবাধে ক্যারিবীয়দের সামনে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানের চ্যালেঞ্জ দাঁড় করাতে সক্ষম হলো আফগানিস্তান। অপরাজিত থেকে সেমিতে যেতে হলে আফগানদের করতে হবে ১২৪ রান।

নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানরা। দলীয় ৮ রানের মাথায় মাত্র ৪ রান করে আউট হন উসমান গনি। ৩৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ২৪ রান করে এ সময় আউট হন শেহজাদ। ১৬ রান করেন আসগর স্টানিকজাই। এছাড়া আফগানদের পক্ষে আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।

ক্যারিবীয়দের পক্ষে ১৪ রানে ৩ উইকেট নেন স্যামুয়েল বদ্রি। ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১টি করে উইকেট নেন সুলেমান বেন এবং ড্যারেন স্যামি।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন