বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী
বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সাভার বিকেএসপিতে। প্রতিযোগিতায় ৫টি স্বর্ণপদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিভাগ এবং চারটি স্বর্ণপদক নিয়ে রানারআপ হয়েছে খুলনা বিভাগ।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ,ন,ম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুল হোসেন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনসহ ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সারা দেশে থেকে আসা বিভাগীয় জুনিয়র সাঁতারুরা বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া