ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কত টাকা পাবেন?

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে ফেসবুকে কত ফলোয়ার হলে আয় করা যায় জানেন কি? ধরুন, আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ১০০০ ফলোয়ার আছে, এখন তাহলে ফেসবুক আপনাকে কত টাকা দেবে এই প্রশ্ন মনে আসতেই পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন
এখন সবাই ঝুঁকছে ডিজিটাল আয়ের দিকে। ফেসবুক থেকে আয়ের প্রথম শর্ত হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি মনিটাইজেশন হতে হবে। ফেসবুকের মনিটাইজ ব্যবস্থা মেটা ফর ক্রিয়েটরস প্রোগ্রামের অধীনে চলে যা দর্শকদের নিয়মিত কন্টেন্ট প্রদানকারী নির্মাতাদের লক্ষ্য করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফেসবুক নগদীকরণ বা মনিটাইজেশনের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম অফার করে যেমন:ইন-স্ট্রিম বিজ্ঞাপন (ভিডিওর মধ্যে চলমান বিজ্ঞাপন), ফ্যান সাবস্ক্রিপশন (সাবস্ক্রাইবারদের কাছ থেকে উপার্জন), ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিল বোনাস।
আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন ও ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন, তাহলে আপনি ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন। তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, আপনার পেজে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গত ৬০ দিনে কমপক্ষে ৬০ হাজার মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে। এছাড়াও আপনার কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি অনুসারেও হতে হবে।
বিজ্ঞাপন
তবে ১০০০ ফলোয়ার হলেই যে ফেসবুক আপনাকে টাকা দেবে তা কিন্তু নয়। যদি আপনার মাত্র ১০০০ ফলোয়ার থাকে তাহলে ফেসবুক আপনাকে স্বয়ংক্রিয়ভাবে টাকা দেবে না। তবে যদি আপনার রিচ ভালো হয়, ভিডিওতে ভিউ বৃদ্ধি পায় ও আপনি একটি ব্র্যান্ডের সঙ্গে লেনদেন করেন, তাহলে আপনি ব্র্যান্ড স্পনসরশিপের মাধ্যমে আয় করতে পারেন।
মেটার অফিসিয়াল মনিটাইজেশন নীতি অনুসারে, ইন-স্ট্রিম বিজ্ঞাপন ও বোনাস প্রোগ্রামের মতো বৈশিষ্ট্যগুলো তখনই পাওয়া যায় যখন আপনার ফলোয়ারের সংখ্যা ও ভিউ টাইম তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে।
বিজ্ঞাপন
কেএসকে/এমএস
আরও পড়ুন
বিজ্ঞাপন