মেটার নতুন সিদ্ধান্ত

রিলস হিসেবে দেখাবে ফেসবুকের সব ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৮ জুন ২০২৫

সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এখন আয় করা যাচ্ছে। তাই সবাই কনটেন্ট তৈরিতে মনোযোগ দিয়েছেন। উপার্জনের এই মাধ্যমটিকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। যে কারণে রিলস জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মেটা। এখন থেকে ‘রিলস’ হিসেবে দেখানো হবে ফেসবুকে আপলোড করা নতুন ভিডিও।

১৭ জুন এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ কথা জানায়। এ পরিবর্তনের ফলে সব ধরনের ভিডিও কনটেন্ট ব্যবহারকারীরা রিলস ফরম্যাটে সহজে আপলোড ও শেয়ার করতে পারবেন। ভিডিও ট্যাবের নামেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এর নতুন নাম হবে রিলস ট্যাব।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, নতুন এ ফিচার শিগগিরই কার্যকর হবে। সব ব্যবহারকারীর প্রোফাইল ও পেজে ধাপে ধাপে আপডেট হবে। কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী ফিচারটি কার্যকর হবে। নতুন এ ফিচারে রিলসের দৈর্ঘ বা ফরম্যাটে কোনো সীমাবদ্ধতা থাকবে না। এতে সব ধরনের ভিডিও কনটেন্ট রিলস হিসেবে আপলোড ও পোস্ট করা যাবে।

যেসব ব্যবহারকারী আগে ভিডিও ক্যাটাগরিতে কনটেন্ট আপলোড করেছেন; তাদের চিন্তার কোনো কারণ নেই। ওই ভিডিওগুলো যেভাবে আপলোড হয়েছে; সেভাবেই থাকবে। রিলস ট্যাবে ক্লিক করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে। আগে রিলসে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।