ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

শীত আসার আগেই এসির যত্ন নেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ অক্টোবর ২০২৫

শীত প্রায় দোর গোড়ায়। রাতের কিছুটা হিম জানান দিচ্ছে শীতের। তবে দিনের বেলা গরম কমছে না। গরমে এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না। বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করছেন।

শীত আসতে দেরি হলেও আপনার আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষ করে শীতে এসি বন্ধ থাকবে প্রায় কয়েক মাস। তার আগে এসির কয়েকটি কাজ করুন। শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায় এবং গরমকালে আবার চালু করার সময় ঝামেলা কম হয়।

শীত আসার আগেই এসির করণীয় জেনে নিন

ফিল্টার পরিষ্কার করুন
ধুলাবালি জমে গেলে এসির ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রতি ১-২ মাস পর পর ফিল্টার খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগান। শীতের আগে যখন এসি একেবারে বন্ধ করছেন তখন ফিল্টার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখুন।

কয়েল ও ফিন পরিষ্কার করুন
ইভাপোরেটর (ভেতরের ইউনিট) আর কনডেন্সার (বাইরের ইউনিট)-এ ধুলো জমে গেলে ঠান্ডা/গরম বাতাস সঠিকভাবে চলাচল করে না। প্রয়োজনে টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নিন।

ড্রেন লাইন চেক করুন
ড্রেন পাইপে ময়লা জমে থাকলে পানি লিক হতে পারে। ভ্যাকুয়াম বা ব্লোয়ার দিয়ে পাইপ পরিষ্কার করা ভালো।

বাইরের ইউনিট ঢেকে রাখুন
শীতকালে ব্যবহার না করলে বাইরের কনডেন্সার ইউনিটের উপর কভার দিন। এতে ধুলা, পাতা, পানি ঢুকবে না।

রিমোটের ব্যাটারি
দীর্ঘসময় ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখাই ভালো, নাহলে লিক হয়ে রিমোট নষ্ট হতে পারে।

পাওয়ার সংযোগ
শীতকালে এসি ব্যবহার না করলে পাওয়ার প্লাগ খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তা দুটোই বাড়বে।

শীতকালে হিটার মোড ব্যবহার করুন
কিছু এসিতে হট মোড থাকে। শীতকালে চাইলে সেটি ব্যবহার করতে পারেন, তবে নিয়মিত সার্ভিস করা থাকলে তবেই ভালোভাবে কাজ করবে।

আরও পড়ুন
বাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবে
গরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এএসএম

আরও পড়ুন