হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়ত ওঁত পেতে রয়েছে হ্যাকারদের ফাঁদ। কে কখন সেই ফাঁদে পা দেবেন, তা বোঝা মুশকিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণার কৌশল নতুন নয়। লোভনীয় অফার, তাৎক্ষণিক ক্যাশব্যাক কিংবা এক্সক্লুসিভ ডিলের মোড়কে প্রতারকরা ব্যবহারকারীদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে। প্রতিদিনই অসংখ্য মানুষ এই ধরনের ফাঁদে পড়ে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির মুখে পড়ছেন।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষা আরও জোরদার করতে নতুন একটি নিরাপত্তা ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন, যা একবার চালু করলেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।
এই সেটিংস চালু করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন সক্রিয় হবে। ফলে কোনো পরিচিত কনট্যাক্টের এনক্রিপশন কোডে পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে ব্যবহারকারীর কাছে।
এছাড়াও এই সেটিংস চালু থাকলে ব্যবহারকারীর লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ছবি ও প্রোফাইল লিঙ্ক শুধু পরিচিত কনট্যাক্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অজানা বা অপরিচিত নম্বর থেকে পাঠানো কোনো ছবি, ভিডিও কিংবা অডিও ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
শুধু তাই নয়, অচেনা কোনো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে, যাতে বিরক্তিকর বা সন্দেহজনক কল থেকে ব্যবহারকারী রেহাই পান।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার ধাপে ধাপে বিশ্বজুড়ে চালু করা হবে। বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী বা যাদের সাইবার আক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি, তাদের জন্য এই ফিচার অত্যন্ত কার্যকর হতে পারে।
তবে হোয়াটসঅ্যাপ স্পষ্ট করেছে, এটি একটি ঐচ্ছিক নিরাপত্তা ব্যবস্থা চাইলেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। সাম্প্রতিক সময়ে মেটা সংস্থার কর্মীরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দেখতে পারেন এমন অভিযোগ ও বিতর্কের আবহেই এই নতুন নিরাপত্তা ফিচারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে