ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

হার্লে ডেভিডসন নতুন বাইক আনলো বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫

হার্লে ডেভিডসন এক্স৪৪০টি নতুন বাইক আনছে বাজারে। ৪০০ সিসির জনপ্রিয় এই বাইকের নতুন এবং আরও স্টাইলিশ ভেরিয়েন্টটি চালু করেছে সংস্থা। এর ডিজাইন, বৈশিষ্ট্য ও ইঞ্জিনের পারফরম্যান্স এই বাইককে এই সেগমেন্টে একটি প্রিমিয়াম বিকল্প করে তুলেছে।

হার্লে ডেভিডসন এক্স৪৪০টির মূল আকর্ষণ হলো ক্লাসিক হার্লে লুকের সঙ্গে আধুনিক স্পোর্টি স্টাইলিংয়ের দুর্দান্ত সমন্বয়। জনপ্রিয় এক্স৪৪০ মডেলের আপডেটেড এই ভেরিয়েন্টটি ডিজাইন, পারফরম্যান্স এবং ফিচারের দিক থেকে আগের তুলনায় আরও বেশি আকর্ষণীয় ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। নতুন প্রজন্মের রাইডারদের রুচি ও প্রত্যাশাকে কেন্দ্র করেই বাইকটি তৈরি করেছে হার্লে।

পারফরম্যান্সের ক্ষেত্রে এক্স৪৪০টির মূল শক্তি হলো এর ৪৪০ সিসি ইঞ্জিন। স্ট্যান্ডার্ড মডেলের মতোই এই সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনটি ২৭ বিএইচপি পাওয়ার ও ৩৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। শহরের ব্যস্ত রাস্তায় কিংবা হাইওয়ের দীর্ঘ ভ্রমণে দুই ক্ষেত্রেই বাইকটি সমানভাবে স্থিতিশীল এবং স্মুথ পারফরম্যান্স প্রদান করে। ৬-স্পিড গিয়ারবক্স বাইকটির রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। যদিও নতুন ভেরিয়েন্টের ওজন বেড়ে ১৯২ কেজি হয়েছে, তবুও এর ব্যালেন্স ও কন্ট্রোল উন্নত হওয়ায় চালাতে কোনো সমস্যা হয় না।

ফিচারের দিক থেকে এক্স৪৪০টি ৪০০ সিসি সেগমেন্টে নিঃসন্দেহে একটি প্রিমিয়াম প্যাকেজ। এতে রয়েছে এলইডি হেডলাইট, ফুল-টিএফটি ডিসপ্লে, রাইড-বাই-ওয়্যার থ্রটল, রেইন ও রোড এমন দুই ধরনের রাইডিং মোড, সুইচেবল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। নিরাপত্তার জন্য রয়েছে সামনে ইউএসডি ফর্ক, পিছনে মনোশক, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল এবং উভয় চাকায় ডুয়াল-চ্যানেল এবিএসসহ ডিস্ক ব্রেক। এগুলো বাইকটিকে শুধু আকর্ষণীয়ই করে না বরং আরও নিরাপদ করে তোলে।

হার্লে ডেভিডসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোলজা রেবস্টক জানান, এক্স৪৪০-এর সাফল্য ভারতীয় বাজারে কোম্পানির জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে। আর এক্স৪৪০টি তৈরি হয়েছে বিশেষ করে সেইসব তরুণ রাইডারদের জন্য, যারা স্টাইল, প্রযুক্তি এবং পারফরম্যান্সের মিলিত অভিজ্ঞতা চান।

হার্লে ডেভিডসন এক্স৪৪০টি-এর দাম ভারতীয় বাজারে ২ লাখ ৭৯ হাজার রুপি (এক্স-শোরুম)। হার্লে ডেভিডসন ব্র্যান্ড ও এর প্রিমিয়াম লুক এক্স৪৪০টি-কে অন্য বাইকের ভিড় থেকে আলাদা করে তোলে। ভারতীয় বাজারে হার্লে ডেভিডসন এক্স৪৪০ জনপ্রিয় বাইক। বাজার বিশ্লেষকদের মতে নতুন হার্লে ডেভিডসন এক্স৪৪০টি একইভাবে মনজয় করতে পারবে গ্রাহকদের।

আরও পড়ুন
বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে/

আরও পড়ুন