ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ঘরের কাজকে সহজ করে দেবে এই ‘হোম রোবট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫

 

প্রযুক্তি বিশ্বে ঘরের কাজকে আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে নতুন হোম রোবট আনতে যাচ্ছে এলজি। ‘ক্লয়েড’ নামের এই হোম রোবটটি উন্মোচন করা হবে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ সালে। এলজির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এই রোবট ঘরের দৈনন্দিন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও বুদ্ধিমান করে তুলবে।

এলজি জানিয়েছে, আগামী জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস ২০২৬-এ তারা তাদের সর্বশেষ এই ঘরোয়া সহকারী রোবট প্রদর্শন করবে। রোবটটি ঘরের ভেতরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

এলজির তথ্যমতে, ক্লয়েড রোবটটিতে থাকবে দুটি আর্টিকুলেটেড হাত, যার প্রতিটিতে পাঁচটি করে আঙুলসদৃশ অংশ রয়েছে। এই হাত সূক্ষ্ম ও সংবেদনশীল কাজ সম্পাদনে সহায়তা করবে। রোবটটির হাতগুলোতে সাত ডিগ্রি অব ফ্রিডম থাকায় এটি মানুষের মতো স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারবে।

রোবটটির মাথায় থাকবে একটি শক্তিশালী প্রসেসর বা ‘ব্রেইন চিপ’। এর সঙ্গে যুক্ত থাকবে ক্যামেরা, ডিসপ্লে, স্পিকার এবং বিভিন্ন ধরনের সেন্সর। এসব প্রযুক্তির মাধ্যমে ক্লয়েড ঘরের পরিবেশ শনাক্ত করতে পারবে, স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারবে এবং ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।

তবে এখনো রোবটটির কোনো বাস্তব ছবি প্রকাশ করেনি এলজি। একই সঙ্গে এর মূল্য কিংবা বাজারে কবে এটি উন্মুক্ত করা হবে সে সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যেহেতু এটি সিইএস-এ প্রদর্শিত হচ্ছে, তাই ক্লয়েড রোবটটি আপাতত ধারণাগত (কনসেপ্ট) পর্যায়েই থাকতে পারে। বাণিজ্যিকভাবে বাজারে আসতে সময় লাগার পাশাপাশি এটি আদৌ বাজারে আসবে কি না, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।

কী কী করতে পারবে এলজির হোম রোবট?
এলজির তথ্যমতে, ক্লয়েড ঘরের ভেতরে ছোটখাটো কাজ যেমন জিনিসপত্র সরানো, ঘর গোছাতে সহায়তা করা কিংবা নির্দিষ্ট বস্তু পৌঁছে দেওয়ার মতো কাজে ব্যবহৃত হতে পারবে। স্মার্ট হোম ব্যবস্থাপনায় রোবটটি ঘরের ভেতরের পরিবেশ বিশ্লেষণ করে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণে সহায়তা করবে। আলো, তাপমাত্রা এবং অন্যান্য স্মার্ট হোম ডিভাইস ব্যবস্থাপনায় এটি একটি কেন্দ্রীয় সহকারীর ভূমিকা পালন করবে। রোবটটির মাথায় থাকা এআই চিপ, ক্যামেরা, স্পিকার ও ডিসপ্লের মাধ্যমে এটি ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারবে। ভয়েস কমান্ডে নির্দেশনা গ্রহণ, রিমাইন্ডার দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য জানানোও সম্ভব হবে।

এলজি আরও জানিয়েছে, ক্লয়েড ঘরের সদস্যদের দৈনন্দিন অভ্যাস বুঝে প্রতিক্রিয়া জানাতে পারবে। ফলে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নজরদারি এবং সহায়তামূলক ভূমিকা পালন করতে সক্ষম হবে রোবটটি। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে এটি ব্যবহারকারীর পছন্দ ও আচরণ শিখে আরও ব্যক্তিকেন্দ্রিক সেবা দিতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন
স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আইফোন ১৭ কবে আসছে, যেসব ফিচার থাকছে

সূত্র: ম্যাশেবল

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন