তারযুক্ত নাকি ওয়্যারলেস ইয়ারফোন কিনবেন, কোনটা ভালো
আজকের ডিজিটাল যুগে ইয়ারফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য সঙ্গী। গান শোনা, অনলাইন মিটিং, কিংবা ফোনে কথা বলা প্রতিটি ক্ষেত্রেই এগুলোর ব্যবহার চোখে পড়ার মতো। বর্তমানে বাজারে মূলত দুটি ধরনের ইয়ারফোন জনপ্রিয়: তারযুক্ত এবং ওয়্যারলেস। কিন্তু প্রশ্ন হলো কোনটি আসলে সেরা?
তারযুক্ত ইয়ারফোনের সুবিধা
তারযুক্ত ইয়ারফোনের সবচেয়ে বড় শক্তি হলো উন্নত শব্দগুণ। যেহেতু অডিও সিগন্যাল সরাসরি কেবলের মাধ্যমে প্রেরিত হয়, তাই এখানে ল্যাগ বা বিকৃতির সম্ভাবনা কম। এগুলো আলাদা করে চার্জ দিতে হয় না, দাম তুলনামূলকভাবে কম, কলিং ও গেমিংয়ের জন্য প্রায় শূন্য ল্যাটেন্সি নিশ্চিত করে এবং দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যায়। এ কারণেই অনেক পেশাদার ব্যক্তি ও গেমার এখনো তারযুক্ত ইয়ারফোনকেই বেশি ভরসা করেন।
তারযুক্ত ইয়ারফোনের অসুবিধা
তবে সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কেবল জট লাগা, চলাফেরায় অসুবিধা এবং সবসময় ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকতে হওয়ায় অনেকের কাছেই এগুলো এখন একটু পুরনো ধ্যানধারণার মনে হয়। তাই অনেক ব্যবহারকারী বিকল্প হিসেবে ওয়্যারলেস মডেলের দিকে ঝুঁকছেন।
ওয়্যারলেস ইয়ারফোনের সুবিধা
ওয়্যারলেস বা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন বর্তমানে তরুণদের কাছে বিশেষ জনপ্রিয়। কারণ এগুলো সম্পূর্ণ ওয়্যার-ফ্রি, ফলে হাঁটা, দৌড়ানো বা জিমে ব্যবহার করা বেশ স্বাচ্ছন্দ্যের। টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ নানা স্মার্ট ফিচার এবং আকর্ষণীয় কমপ্যাক্ট ডিজাইন এগুলোর জনপ্রিয়তা আরও বাড়ায়।
ওয়্যারলেস ইয়ারফোনের অসুবিধা
অন্যদিকে ওয়্যারলেস ইয়ারফোনেরও কিছু দুর্বলতা আছে। নিয়মিত চার্জ দিতে হয়, সস্তা মডেলে সাউন্ড কোয়ালিটির ঘাটতি থাকতে পারে, হারিয়ে যাওয়ার ঝুঁকি বেশি এবং উন্নত মানের মডেলের দাম তুলনামূলকভাবে বেশি। তাছাড়া কলিং বা গেমিংয়ের সময় ল্যাটেন্সির সমস্যাও অনেকের জন্য বিরক্তিকর হতে পারে।
তাহলে কোনটি বেছে নেবেন?
আসলে তারযুক্ত নাকি ওয়্যারলেস এ প্রশ্নের উত্তর নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজনের উপর। যদি কম দামে ভালো সাউন্ড, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং লো-ল্যাটেন্সি আপনার অগ্রাধিকার হয়, তবে তারযুক্ত ইয়ারফোনই সেরা পছন্দ। আর যদি স্টাইল, সুবিধা এবং স্মার্ট ফিচার বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে ওয়্যারলেস ইয়ারফোন আপনার জন্য উপযুক্ত হবে। দুই ধরনের ইয়ারফোনই ভালো শুধু নিজের চাহিদা অনুযায়ী সঠিকটি বেছে নিলেই হলো।
আরও পড়ুন
এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার
১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
কেএসকে