ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

জেমিনির শক্তিতে নতুন সিরি আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ জানুয়ারি ২০২৬

অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির নতুন সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শক্তি জোগাবে গুগলের জেমিনি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যৌথ ঘোষণা দিয়েছে অ্যাপল ও গুগল। সিএনবিসির এক প্রতিবেদনের পর দুই প্রযুক্তি জায়ান্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

যৌথ বিবৃতিতে জানানো হয়-গুগলের জেমিনি মডেল ও ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের ‘অ্যাপল ফাউন্ডেশন মডেলস’ তৈরি করবে। এসব মডেল ব্যবহার করেই ভবিষ্যতের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালু করা হবে, যার অংশ হিসেবে আরও ব্যক্তিগত ও উন্নত সিরি ব্যবহারকারীরা পাবেন।

অ্যাপল জানায়, বিভিন্ন এআই প্রযুক্তি মূল্যায়নের পর তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে গুগলের জেমিনি এআই অ্যাপলের ফাউন্ডেশন মডেলের জন্য সবচেয়ে সক্ষম ভিত্তি। তবে অ্যাপল ইন্টেলিজেন্স আগের মতোই ডিভাইস ও প্রাইভেট ক্লাউড কম্পিউট ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় অ্যাপলের বিদ্যমান মানদণ্ড বজায় থাকবে।

এর আগে ২০২৪ সালের ডব্লিউডব্লিউডিসিতে জেনারেটিভ এআই-চালিত সিরির প্রাথমিক ডেমো দেখায় অ্যাপল। যদিও চলতি বছরের মার্চে কোম্পানিটি জানায়, সিরির বড় আপডেট কিছুটা বিলম্বিত হচ্ছে। ফলে এখনো পূর্ণাঙ্গভাবে উন্নত সিরি উন্মুক্ত হয়নি।

সিরির জন্য ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে অংশীদারত্বের বিষয়েও ভাবছিল অ্যাপল। বর্তমানে কিছু ক্ষেত্রে সিরি চ্যাটজিপিটির সহায়তা নেয়। পরে গুগলও সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় আসে। গত নভেম্বরে প্রাইভেট ক্লাউডে চালিত কাস্টম জেমিনি সংস্করণ ব্যবহারের জন্য অ্যাপল বছরে প্রায় ১০০ কোটি ডলার গুগলকে দিতে পারে।

অ্যাপল ও গুগলের এই সহযোগিতা বৈশ্বিক এআই বাজারে নতুন মাত্রা যোগ করবে এবং সিরিকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে-বলছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন