ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটি ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না জানাবে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৬

নানাবিধ নতুন ফিচার চালুর ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীর বয়স যাচাইয়ে নতুন প্রযুক্তি আনছে ওপেনএআই। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক-তা নির্ধারণে ‘এজ প্রেডিকশন টুল’ নামে একটি বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এই প্রযুক্তি কার্যকর করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআইয়ের এক ঘোষণায় বলা হয়, নতুন এই মডেলটি ব্যবহারকারীর আচরণগত ও অ্যাকাউন্ট-সংক্রান্ত একাধিক তথ্য বিশ্লেষণ করে বয়স অনুমান করবে। এর মধ্যে রয়েছে-অ্যাকাউন্ট কতদিন পুরোনো, দিনের কোন সময়ে সাধারণত ব্যবহারকারী সক্রিয় থাকেন, সময়ের সঙ্গে ব্যবহারের ধরন এবং ব্যবহারকারী নিজে যে বয়স উল্লেখ করেছেন, তা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস-এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো ব্যবহারকারীকে ভুলভাবে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হয়, সে ক্ষেত্রে বয়স সংশোধনের জন্য ‘পারসোনা’ নামের একটি বয়স যাচাই প্ল্যাটফর্মের মাধ্যমে সেলফি জমা দিতে হবে।

বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে এটি ওপেনএআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ভবিষ্যতে চালু হতে যাওয়া ‘অ্যাডাল্ট মোড’-যার মাধ্যমে এনএসএফডব্লিউ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট তৈরি ও ব্যবহারের সুযোগ থাকবে-সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বয়স যাচাই প্রযুক্তি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্ক রয়েছে। সম্প্রতি রোবলক্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের বয়স যাচাই ব্যবস্থায় ভুল শনাক্তকরণের ঘটনা আলোচনায় আসে। ফলে ওপেনএআইয়ের নতুন উদ্যোগও ভুল শনাক্তকরণ ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

অতীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থায় দেরিতে পদক্ষেপ নেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে ওপেনএআই। এক কিশোরের আত্মহত্যা সংক্রান্ত মামলায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর অপ্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট সীমাবদ্ধতা আরোপ এবং একটি মানসিক স্বাস্থ্য উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ধারণা, বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালু হলেও কিছু অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক হিসেবে প্রবেশের উপায় খুঁজে নিতে পারে। ফলে নতুন এই প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে, তা সময়ের সঙ্গেই স্পষ্ট হবে।

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
এআই দিয়ে বানানো নাকি আসল ছবি চিনবেন যেভাবে

সূত্র: এনগ্যাজেট

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন