বিশ্বের সবচেয়ে দামি ৫ গাড়ি

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বলতেই আপনার চোখে ভেসে উঠছে রোলস রয়েস, মার্সিডিস বা বুগাটি। এসব গাড়ির দাম কয়েক থেকে কয়েকশ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো শুধুই চারচাকা নয়, আভিজাত্যের এক প্রতীক ব্যবহারকারীর।
তবে ২০২৫ সালে দামের দিক থেকে সবচেয়ে এগিয়ে কোন গাড়িগুলো জানেন কি? আসুন এ বছরের সবচেয়ে দামি ৫ গাড়ির সম্পর্কে জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রোলস রয়েস বোট টেল
রোলস রয়েস বোট টেল গাড়িটির দাম প্রায় ২৩০ কোটি টাকা। এই গাড়িটিই এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রোডাকশনের গাড়ি হিসেবে মানা হয়। এর ডিজাইন একটি ইয়ট দ্বারা অনুপ্রাণিত। কাঠের ফিনিশ, কাস্টম ডিজাইনিং, ছাতা স্টোরেজের মত প্রিমিয়াম ফিচার্স দেয় এই গাড়িটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বুগাটি লা ভয়েচার নোয়ার
১৫০ কোটি টাকা দামের এই গাড়ি বুগাটি বিশেষভাবে হাইপার লাক্সারি সেগমেন্টের জন্য নির্মাণ করা হয়েছে। এতে একটি ৮.০ লিটারের ডব্লিউ ১৬ কোয়াড টার্বো ইঞ্জিন রয়েছে যা ১৫০০ হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপাদন করে। এর কালো স্টিলের বডি ও শৈল্পিক নকশা একে খুবই অনন্য করে তুলেছে।
বিজ্ঞাপন
পাগানি জোন্ডা এইচপি বারচেটা
এই গাড়ির দাম রয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা। এই মূল্যের গাড়িটি মাত্র ৩ ইউনিটই তৈরি করা হয়েছে। এর ওপেন টপ বডি, পিছনের দিকে হুইল কভার রয়েছে। বিশেষ স্টাইলিং ও সীমিত সংখ্যার কারণে এই পাগানি গাড়িটি সংগ্রহকারীদের কাছে খুবই জনপ্রিয়।
বিজ্ঞাপন
বুগাটি সেন্টোডিয়েসি
৭৫ কোটি টাকা মূল্যের এই গাড়িটি বুগাটির ইবি১১০ মডেলের প্রতি একটি ট্রিবিউট বলা যায়। এটিও মাত্র ১০ ইউনিটই বানানো হয়েছে। একে বলা হচ্ছে হাইপার কার। এতে ১৬০০ এইচপি শক্তি দেয়, এবং মাত্র ২.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ ঘণ্টা গতিতে ছুটতে পারে।
বুগাটি ডিভো
প্রায় ৫০ কোটি টাকা দামের এই গাড়িটি ট্র্যাক-সেন্ট্রিক হাইপার কার, দ্রুত কর্ণারিং এবং অ্যারোডায়নামিক ডিজাইনের জন্য বিখ্যাত। এটি মাত্র ৪০ ইউনিটের জন্য সীমিত রয়েছে।
বিজ্ঞাপন
- আরও পড়ুন
- ফক্সওয়াগন নতুন টিগুয়ান আর-লাইন আনলো বাজারে
- পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
সূত্র: কারস২৪, দুবাই সোথেবেস ইন্টারন্যাশনাল রিয়েলিটি
কেএসকে/জিকেএস
আরও পড়ুন
বিজ্ঞাপন