ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারিদের জন্য টুইটারের নতুন সেবা

প্রকাশিত: ০৩:২৪ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

দীর্ঘ সময় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকে তাদের জন্য নতুন সেবা আনতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ। নতুন ‘হোয়াইল ইউ ওয়ার অ্যাওয়ে’ সেবার মাধ্যমে গ্রাহক দীর্ঘদিন টুইটার ব্যবহার না করেও বন্ধুদের পোস্টগুলো নিউজফিডের শীর্ষে দেখতে পারবেন।

এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষ জানায়, নতুন সেবাটি টুইটারের সঙ্গে গ্রাহকের সম্পর্ক আরো জোরদার করবে। সেবাটির কারণে টুইটার গ্রাহকের কাছে আরো আকর্ষণীয় হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

গত নভেম্বরেই নতুন সেবা আনার ঘোষণা দেয় শীর্ষ মাইক্রো ব্লগিং সাইটটি। কিন্তু সে সময় সেবার ধরন সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি।