ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

কেনাকাটার বাটন যুক্ত হচ্ছে গুগল সার্চে

প্রকাশিত: ০৬:০১ এএম, ২০ মে ২০১৫

অ্যামাজনের সাথে পাল্লা দিতে সার্চ জায়ান্ট গুগল তাদের সার্চ রেজাল্ট পেজে `বাই` বাটন যুক্ত করতে যাচ্ছে। আগামী সপ্তাহে এ বাটন যুক্ত করা হবে।

কেনাকাটার বাটন যুক্ত করার ফলে ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসে বিভিন্ন পন্যের খোঁজ নিতে পারবে। গুগল পেজের উপরে `শপ অন গুগল` বাটন দেখা যাবে। আর ব্যবহারকারী এই বাটনে ক্লিক করলে রিটেইলার সাইটে চলে যাবে। ফলে রিটেইলার সরাসরি ক্রেতার কাছে পৌঁছে যাবে। এই পদক্ষেপের ফলে ই-কমার্স সাইটেও গুগলের অবস্থান শক্ত করবে।

উল্লেখ্য, গুগলের এই শপিং এক্সপ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটান, শিকাগো, বোস্টন, ওয়াশিংটন, ডিসি, এবং সান ফ্রান্সিসকো সহ সাতটি বাজারে থাকবে।

এআরএস/এমএস