ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

দেশি শাড়ির রঙিন মেলা

আরিফুল ইসলাম আরমান | উদ্যোক্তা হাট থেকে | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্চের ঐতিহ্যবাহী দেশি শাড়ির পসড়া নিয়ে বসেছেন ফারহানা পারভীন বেলি। এই উদ্যোগের নাম ' রঙিন মেলা'।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে যোগ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরে। নিজে কিছু করার ভাবনা থেকে চাকরি ছেড়ে এখন নিজেই উদ্যোক্তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৫ সালে শুরু হওয়া তার এ উদ্যোগের বয়স এখন তিন বছর। যার অনলাইন ঠিকানা- www.facebook.com/ronginmela.bd

রঙিন মেলার উদ্যোক্তা ফারহানা পারভীন বেলি বলেন, ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে উদ্যোক্তা হাটে অংশ নিচ্ছি। এবারের হাটের আমাদের সব শাড়িতে ১৫-২০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উদ্যোক্তা হাট প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত খেলা থাকছে। হাটের আয়োজক বিডিওএসএন-এর উদ্যোগে পরিচালিত ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।

এবারের হাটে মোট ৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ। এছাড়া গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।

বিজ্ঞাপন

এএ/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন