ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বাজারে হুয়াওয়ের নতুন দুটি স্মার্টফোন

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের বাজারে নতুন দুটি ফ্লাগশিপ স্মার্টফোন নিয়ে এলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। জি সিরিজের সর্বাধুনিক হ্যান্ডসেট দুটি হচ্ছে জিআর ৫ ও মেট ৮।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন মডেলের সেট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনকালে হুয়াওয়ের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, হুয়াওয়ে বর্তমান বিশ্বে দ্রুততম বিকাশমান ওকটি ব্র্যান্ড। ২০১৫ সালে  বিশ্বে ১০৮ মিলিয়ন স্মার্টফোন রফতানি করে ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে কোম্পানিটির।

জিআর ৫ সম্পর্কে তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তির সেটটি ৫.১ অ্যান্ড্রয়েড ভার্সন ও ললিপপ সিস্টেম। রয়েছে ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্পেস। দাম ২২ হাজার ৯শ ৯০ টাকা।


অন্যদিকে মেট ৮ সেটটি আরো অগ্রগামী। অ্যান্ড্রয়েড ৬.০ ভার্সনের এই সেটে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামরা। দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার  ৯শ ৯০ টাকা।

আরএম/বিএ