সংশোধিত তরঙ্গ নিলাম নীতিমালা চূড়ান্ত
সংশোধিত তরঙ্গ নিলাম নীতিমালা চূড়ান্ত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। অব্যবহৃত টুজি ও থ্রিজি তরঙ্গ নিলামের সংশোধিত এই নীতিমালায় অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালার আলোকে নিলামের আয়োজন করতে শিগগিরই বিটিআরসি-কে নির্দেশনা দেওয়া হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশোধিত গাইডলাইন অনুসারে দেশের সব মোবাইল ফোন অপারেটর (টু জি ও থ্রি জি লাইসেন্সধারী), ওয়াইম্যাক্স প্রতিষ্ঠান ও আগ্রহী নতুন কোম্পানি থ্রিজি তরঙ্গের (২১০০ মেগাহার্জ) নিলামে অংশ নিতে পারার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।
জাগো নিউজকে তিনি আরো জানান, টুজি তরঙ্গে (১৮০০ মেগাহার্জ) নিলামে মোবাইল অপারেটররা সরাসরি অংশ নিতে পারে। ওয়াইম্যাক্স অপারেটর বা নতুন আগ্রহী কোম্পানি থ্রিজির নিলামে বিজয়ী হলেই কেবল টুজির নিলামে অংশ নিতে পারবে।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবার জন্য ব্যবহৃত ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডউইথের অব্যবহৃত ১০ দশমিক ৬ মেগাহার্টজ দুই ব্লকে এবং তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবার জন্য ব্যবহৃত ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অব্যবহৃত ১৫ মেগাহার্টজ তরঙ্গ তিন ব্লকে নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এ জন্য গত বছর একটি নিলাম করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কিন্তু ফোন অপারেটরদের অনাগ্রহে নিলাম বাতিল করে নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, তরঙ্গ নিলাম এবং নতুনভাবে লাইসেন্স ইস্যু সংক্রান্ত দুটি গাইডলাইনে বর্ণিত ফি, চার্জ ও আনুসাঙ্গিক শর্ত পুন:নির্ধারণের প্রস্তাবে সম্মতি চেয়ে গত ৭ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অর্থ বিভাগে চিঠি পাঠায়। অর্থ বিভাগ রোববার এতে সম্মতি দিয়ে চিঠি পাঠায়।
আরএম/আরএস/এআরএস/এমএস